কোটি রুপির দাবিতে সমকামী চরিত্রে সানি লিওন

Sunny-Leone-In-Jism-2বিনোদন ডেস্ক:  শুধু উসকেই দিচ্ছেন বিতর্কিত কানাডিয়ান পর্ণ তারকা সানি লিওন। ক্যারিয়ারের শুরুতে তিনি অভিনয় দিয়ে পুরুষদের সেক্স উসকে দিয়েছিলেন। এবার তিনি উসকে দিবেন লেসবিয়ানকে। কারন, সানি লিওন তার নতুন ছবি ‘রাগিনি এমএমএস-২’ তে লেসবিয়ান অর্থ্যাৎ

সমকামী চরিত্রে অভিনয় করছেন।

ছবিটির দৃশ্যে তার সঙ্গে দীর্ঘ চুম্বনে মেতে উঠবেন বলিউডের আরেক অভিনেত্রী সন্ধি মৃদুল।

জানা গেছে, এ ছবিটিতে অভিনয়ের জন্য সানি কর্তৃপক্ষের কাছে এক কোটি রুপি দাবি করেছেন। তবে শেষ পর্যন্ত ঠিক কত টাকায় সানি শান্ত হয়েছেন তা জানা যায় নি।

ভূসন পাটেল পরিচালিত এবং একতা কাপুর ও বালাজি মোশন প্রযোজিত এ ছবিটি চলতি বছরের অক্টোবরে মুক্তি দেয়ার টার্গেট নিয়ে তৈরী হচ্ছে।

অন্যদিকে, সম্প্রতি সানি তার টুইটার বার্তায় লিখেছেন ‘ধর্ষণ মোটেও অপরাধ নয়, বরং এটা একটা সারপ্রাইজড সেক্স’। এর ফলে তিনি ধর্ষনকে উসকে দিয়েছেন। এমনটাই মনে করছেন অনেকে।

অবশ্য টুইট করার পরে তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন। আর তাই কিছুক্ষনের মধ্যেই তিনি টুইট মুছে ফেলেন। কিন্তু ততক্ষনে সেটা রিটুইট হয়ে গেছে অনেকবার। ফলে সমালোচনা এড়াতে পারেননি এ অভিনেত্রী। ব্যাপারটা নিয়ে ইতোমধ্যেই সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ