নগ্ন ভিডিও প্রকাশ করতে যাচ্ছে সেলেনা

selena gomez সেলেনা গোমেজবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পপ তারকা সেলেনা গোমেজ কিছুদিন আগেও প্রেমিক জাস্টিন বিবারের সঙ্গে খোলামেলা ‘বিকিনি পোজ’ দিয়ে বড়দের আক্কেল গুড়ুম করেন।এবারও চমক লাগালেন নতুন মিউজিক ভিডিওতে নগ্ন হয়ে।

২০ বছর বয়সী সেলেনার মুক্তিপ্রাপ্ত ‘কাম অ্যান্ড গেট মি’ মিউজিক ভিডিওটি খুব শিগগিরই ভক্তরা উপভোগ করতে পারবেন। পানির নিচে অর্ধনিমজ্জিত অবস্থায় এ ভিডিওটি নিশ্চিতভাবে ভক্তদের শিহরিত করবে। শুধু তাই নয় যৌনাবেদনময়ীর একটি পরিষ্কার চিত্র ফুটে উঠবে এ ভিডিওতে।

সেলেনার লাল রঙয়ের ঠোঁট দুটো অনেকের নজর কাড়বে। আর পানির নিচ থেকে অর্ধনিমজ্জিত অবস্থায় ভেসে উঠবে সেলেনা যেন জীবন্ত এক অপরূপ মৎসকন্যা। পুরো মিউজিক ভিডিওটি তৈরি করা হয়েছে দারুণ এক আবেদন নিয়ে।

সম্প্রতি সেলেনা প্রেমিক জাস্টিন বিবারের সঙ্গে পুনরায় মিলিত হন। শুধু তাই নয় জাস্টিনের সঙ্গে একটি অন্তরঙ্গ ছবিও টুইটারে পোস্ট করেন।

উল্লেখ্য, কিছুদিন আগে এমটিভি মুভি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে অনেকটা খোলামেলা ভঙ্গিতে নেচে গেয়ে সবাইকে বুঝিয়ে দিয়েছেন সেলেনা কত বড় হয়েছেন। তিনি যে আর কিশোরী নন তার প্রমাণ ভক্তরা এবারও টের পেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ