নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন মামদানি
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৫ নভেম্বর) : স্বতন্ত্র তথ্যসংস্থা ডিসিশন ডেস্ক এইচকিউর এক পূর্বাভাসে জানা গেছে, নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটদের সমর্থিত প্রার্থী জোহরান মামদানি বিজয় লাভ করেছেন।
উক্ত নির্বাচনে ভোটগ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং গণনা শেষ — ফল ঘোষণা করা হয়েছে। বিভিন্ন স্থানে ভোটদাতা ও সমর্থকরা ফলাফল প্রকাশের পর উচ্ছ্বাস প্রকাশ করছেন। উল্লেখ নিউইয়র্ক সিটির ইতিহাসে তিনিই প্রথম মুসলিম প্রার্থী যিনি বিজয়ী হয়েছেন।
মামদানির নির্বাচনী রাতের আয়োজন রাখা হয়েছে ব্রুকলিন প্যারামাউন্টে — যা ডাউনটাউন ব্রুকলিনের একটি ঐতিহাসিক কনসার্ট ভেন্যু হিসেবে পরিচিত।
মামদানি মোট ভোটের ৫০% বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে ৮৫% ভোট গণণার পর এই ফল বেসকারিভাবে প্রকাশিত হয়।
এর আগেনিজের ভোট দানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মামদানি বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এবং বলেছেন, “আমরা শহরের ইতিহাসে একটি নতুন অধ্যায় আরম্ভ করতে যাচ্ছি” — পাশাপাশি পুরনো রাজনীতিকে বিদায় জানানোর প্রতিশ্রুতিও দিয়েছেন।
এক প্রশ্নে, যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে ফেডারেল ফান্ড আটকে দেয়ার হুমকি দেয়, তাহলে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেছেন, শহরের পাওনা প্রতিটি ডলার আদায়ের জন্য তিনি লড়াই করতে প্রস্তুত আছেন।
