১০ নভেম্বরের পর ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৫ নভেম্বর) : জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় ভোটারদের ঠিকানা পরিবর্তনের সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের নির্দেশনায় জানানো হয়েছে, আগামী দশ নভেম্বরের পর থেকে আর কোনো ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে না।

মঙ্গলবার (৪ নভেম্বর) ইসির জারি করা এক অফিস আদেশে বলা হয়, যেসব ভোটার নতুন স্থানে বসবাস শুরু করেছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যেই ঠিকানা স্থানান্তরের আবেদন সম্পন্ন করতে পারবেন।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, জেলা ও উপজেলা পর্যায়ের নিবন্ধন কর্মকর্তারা প্রাপ্ত আবেদন যাচাই করে আগামী সতেরো নভেম্বরের মধ্যে অনুমোদন বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

ইসির পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরের শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচনের সম্ভাব্য সময় ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্ধারণ করা হয়েছে।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ