ল্যাপটপ-ফোন বিক্রি বা সারাতে দেওয়ার আগে যা করা উচিত
আইটি ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ জানুয়ারি) : স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাবলেট—এই ধরনের স্মার্ট ডিভাইস অনেক সময় নষ্ট হয়ে যায়, তখন এগুলো মেরামত করাতে হয়। আবার কখনো কখনো পুরোনো ডিভাইস বিক্রি করে বা কোনো অফারের মাধ্যমে নতুন ডিভাইস কেনার চিন্তা আসে, যা একেবারেই স্বাভাবিক সিদ্ধান্ত।
তবে এসব স্মার্ট গ্যাজেট অন্য কারো কাছে দেওয়া বা বিক্রি করার আগে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করা প্রয়োজন। সেটা হলো ডিভাইসের মধ্যে থাকা আমাদের ব্যক্তিগত এবং সংবেদনশীল ডেটা।
অনেক সময় অজান্তেই আমাদের ফোন বা ল্যাপটপে থাকা ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ নথি, ব্যাংকিং তথ্য, অথবা অনলাইন লেনদেনের রেকর্ড অন্যের হাতে চলে যেতে পারে। এমনটা হলে ভবিষ্যতে এসব তথ্যের মাধ্যমে ব্ল্যাকমেল বা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাব বিক্রি বা মেরামত করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মেনে চলা উচিত।
প্রথমে, ডিভাইসের সমস্ত গুরুত্বপূর্ণ ডেটার ব্যাকআপ নিতে হবে। যেসব তথ্য ভবিষ্যতে প্রয়োজন হতে পারে, সেগুলো এক্সটার্নাল হার্ড ড্রাইভ বা পেন ড্রাইভে সংরক্ষণ করুন।
এরপর, ডিভাইসটির ফ্যাক্টরি রিসেট করুন। শুধুমাত্র একবার নয়, সম্ভব হলে একাধিকবার ফ্যাক্টরি রিসেট করা উচিত, যাতে কোনো ধরনের ডেটা ডিভাইসে থেকে না থাকে।
ফ্যাক্টরি রিসেট করার আগে গুরুত্বপূর্ণ ফাইল ও ডেটা ম্যানুয়ালি আলাদা করে কপি করে নিজের কাছে সংরক্ষণ করুন এবং সেগুলো ভালোভাবে ডিলিট করুন। এতে ডেটা পুরোপুরি মুছে যাওয়ার সম্ভাবনা বাড়বে।
ডিভাইসে কোনো ছবি, ভিডিও বা আগে করা অনলাইন লেনদেনের তথ্য রয়ে গেছে কি না, সেটি ভালোভাবে পরীক্ষা করে নিন।
ফ্যাক্টরি রিসেটের আগে ডিভাইসের হার্ড ড্রাইভ এনক্রিপ্ট করা জরুরি। অনেক সময় ডেটা মুছে ফেলা কঠিন হতে পারে, সে ক্ষেত্রে বিশেষ ডেটা ওয়াইপিং সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। তবে, এই সফটওয়্যারটি নিরাপদ ও নির্ভরযোগ্য কিনা, তা যাচাই করে নেওয়া উচিত।
ডিভাইসে যদি অনলাইন ওয়ালেট, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লগইন করা থাকে, তবে বিক্রি বা মেরামত করার আগে এসব অ্যাকাউন্ট থেকে অবশ্যই লগ আউট করুন। অনেক সময় পাসওয়ার্ড অটো-সেভ অপশন চালু থাকে, সেক্ষেত্রে ফ্যাক্টরি রিসেটের আগে সমস্ত সংরক্ষিত পাসওয়ার্ড ডিলিট করতে হবে।
অনেক ব্যবহারকারী স্মার্টফোন বা ল্যাপটপের মাধ্যমে বিভিন্ন আইওটি (ইন্টারনেট অব থিংস) গ্যাজেট পরিচালনা করেন। ডিভাইসটি অন্যের হাতে দেওয়ার আগে সেই সব সংযোগ বিচ্ছিন্ন করে নিন এবং নতুন ডিভাইসের সঙ্গে সেগুলো সংযুক্ত করুন।
সবশেষে, যে ডেটা ইরেজার বা সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, সেটি কতটা নিরাপদ এবং ডিভাইসের সব ডেটা সম্পূর্ণভাবে মুছে গেছে কিনা—তা পেশাদার টুল দিয়ে যাচাই করে নেয়া উচিত।
মনোয়ারুল হক/
