এবার শাকিবের শূটারের পর আসছে বারুদ…,

বিনোদন প্রতিবেদক, এবিসি নিউজ বিডি,

ঢাকাঃ ঢাকাই চলচ্চিএে আলোড়ন সৃস্টিকারি শূটারখ্যাত প্রযোজক মোহাম্মাদ ইকবাল আবারো  ”বারুদ” নামের সম্পূর্ণ একশানধর্মী সিনেমা নিয়ে ফিরছে ।

এতে প্রধান চরিত্রে থাকছেন দুই-বাংলার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। খলনায়ক হিসেবে থাকছেন মিশা সওদাগর। এছাড়াও কমল, ছাদেক বাচ্চু, রোকেয়া সহ জনপ্রিয় অভিনেতারা অভিনয় করবেন বারুদে।

বারুদ সিনেমা পরিচালনা করবেন জনপ্রিয় চলচিত্র পরিচালক শাহীন সুমন। আর প্রযোজনা মোহাম্মাদ ইকবালের প্রতিষ্ঠান জেনেফা ফেরদৌস।

বারুদ সিনেমা সম্পর্কে প্রযোজক ইকবাল বলেন,” আমার আগের সিনেমা শূটার, ভালবাসেই ঘর বাধা যায় না, জিরো থেকে টপ হিরো, মনের ঘরে বসত করে, সবগুলোই ব্যবসা সফল হয়েছে। আশা করি বারুদ ও ব্যতিক্রম হবে না।” বারুদ ঠিক বারুদের মতই হবে উল্লেখ করেন।

সিনেমার শুটিং বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমার আগের সিনেমা শূটারের চেয়েও এক্সক্লুসিভ সব ভ্যানুর আয়োজন হচ্ছে।” এছাড়া  “গানগুলো সব ব্যাংকক এ করা হবে” বলেও জানান ইকবাল ।

সিনেমার নায়িকা প্রশঙ্গে জানতে চাইলে, তিনি এ সম্পর্কে নিশিত কিছুই জানাননি। তবে ইঙ্গিত দিয়েছেন, দুই বাংলার জনপ্রিয় যে কেউ ই নায়িকা হিসেবে থাকতে পারেন শাকিবের বিপরীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ