রুপাকে চুল ধরে নিয়ে গেল বুবলি !

প্রতিবেদক, এবিসি নিউজ বিডি,

ঢাকা : বিএফডিসির কড়াইতলায় চলছে অহংকার সিনেমার ৩৯ নং শুটিং। এতে উপস্থাপিকা থেকে বনে যাওয়া নায়িকা শবনম বুবলিকে দেখা যাবে বদ অহংকারী অত্যাচারী কটু চরিত্রে। তার বিপরীতে হিরো হিসেবে রয়েছে দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান।

সরেজমিনে আজকের শুটিং-এ যেয়ে দেখা যায়, শাকিবের বাবা সাদেক বাচ্চু তার মেয়ে রুপার বিয়ের জন্য টাকা সুদে নিয়েছিল বুবলির মা নূতুনের কাছ থেকে। সময়মত টাকা পরিশোধ করতে না পারায় মায়ের হয়ে মেয়ে বুবলি তার গুন্ডা-পান্ডা নিয়ে শাকিবের বোন মাহালা রুপাকে সাত মাসের অন্তসত্তা থাকা অবস্থায়ও চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে ।

এভাবেই এগিয়ে চলছে অহংকার সিনেমার শুটিং…

এই চলচ্চিত্র প্রসঙ্গে পরিচালক শাহাদত হোসেন লিটন সাংবাদিকদের বলেন, ছবিটিতে আমরা বাংলার নিম্ন মধ্যবৃত্ত শ্রেণি কিভাবে তাদের বিশেষ প্রয়োজনে যেমন মেয়ের বিয়ে, সন্তান ডেলিভারিসহ যেকোন বিপর্যায়ে অর্থের যোগান মেটাতে যে খুদ্রঋণের আশ্রায় নেয়, অতঃপর ঋণগ্রহীতাকে নিস্পেষণের যাঁতাকলে আটকে যে ভয়ঙ্কর পরিণতি তাদের জীবনে নেমে আসে এরই চিত্র তুলে ধরা হয়েছে।

এর আগে, শাকিব খানের প্রতি প্রত্যাশা রেখে পরিচালক লিটন বলেছিল, ‘আমাদের চলচ্চিত্রের এই খারাপ অবস্থায় সবাই মিলে ভালোর দিকে নিয়ে যাওয়া সম্ভব। সবাই যদি নিজের জায়গা থেকে চেষ্টা করেন তাহলে আমি বিশ্বাস করি ভালো কিছু হবে। আমাদের দেশের শিল্পীরা শিডিউল নিয়ে একটু ঝামেলা করেন। কিন্তু শাকিব খান এখন যেভাবে সময় দিচ্ছেন, তা যদি চালিয়ে যান তাহলে অন্য শিল্পীরা আর শিডিউল ফাঁসাতে সাহস পাবেন না। আর শুধু সময় নয়, সব বিষয়ে উনি অনেক বেশি সিরিয়াস। আমি মনে করি এমন একটা ইন্ডাস্ট্রি তিনি একাই টেনে নিযে যেতে পারেন।

চলতি মাসের ১২ তারিখ বিএফডিসির কড়াইতলায় মহরতের মাধ্যমে ছবিটির কাজ শুরু করেন আব্দুল মাবুদ কাওসারের, তুষার কথাচিত্র নামের প্রযোজনা প্রতিষ্ঠান। পরিচালনায় আছেন শাহাদত হোসেন লিটন। এতে খলনায়কের চরিত্রে রয়েছে নূতুন, শাকিবের বোন চরিত্রে নবাগত মাহালা রুপা অন্যান্য চরিত্রে আছে সাদেক বাচ্চু, রেহেনা, মিজু আহমদ, তমা মির্জা, আফজাল শরীফ, কমল, জ্যকি আলমগীর, নিরব ভূইয়া প্রমুখ।

প্রধান সহকারী পরিচালক একরাম জানায়, অনেকদিন পর আমাদের ছবিটি বিএফডিসির পূর্ণ প্যকেজের আওতায় নির্মিত হচ্ছে। এতে ব্যাবহার করা হয়েছে উন্নত সব নির্মাণ যন্ত্র। ইতিমধ্যে দেশের বিভিন্ন দৃষ্টিনন্দন লোকেশনে তিনটি গানের শুটিং সম্পন্ন করেছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে ছবিটি নির্মাণ কাজ সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ