শরীর নিয়ে মুখ খুললেন সানি

Sunny Leon সানি লিওনবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কী আছে এমন সানির ভেতর! কেন এত আগ্রহ তাকে নিয়ে? তার শরীরের কারুকার্য নাকি অন্য কিছু! ক্যারিয়ারের শুরু থেকেই সানি লিওনের শরীরটাই মূল বিষয় হয়ে উঠেছে। পর্নো তারকার খেতাব পায়ে ঠেলে সানি যখন নিজেকে অভিনেত্রী হিসেবে গড়ে তোলার জন্য উঠে পড়ে লেগেছেন তখন পরিচালকরাও তার শরীরটাকেই পুঁজি করতে চেয়েছেন। পূজা ভাট থেকে একতা কাপুর সবাই এগিয়ে যেতে চেয়েছেন তার পথ ধরেই। এমনকি পরিচালকরাও শেষমেশ উত্তেজক কোনো চরিত্রেই সানিকে কাস্ট করছেন। তাহলেকি সানির শরীরটাই মূল পুঁজি! এ প্রসঙ্গে সানি নিজেও বললেন, ‘আমার যা আছে সেটাও তো অনেকের নেই৷ তাই তো লোকে আমাকে চাইছে৷ স্রষ্টা যখন আমায় ঢেলে দিয়েছেন, সুতরাং এটা আমার অহংকারের বিষয়।’ শুধু তাই নয়, সানি সোজা জানিয়েছেন ‘আমার শরীর স্রষ্টা প্রদত্ত৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ