সমঝোতার চেষ্টা বিবারের

sjটিন পপ সেনসেশন জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের রোমান্স আলোড়ন সৃষ্টি করেছিলো বিশ্বব্যাপী। কিশোর মনের অস্থিরতা আর নানা টানাপোড়েনে ভেঙে গেছে তাদের সম্পর্ক। তবে সেই সম্পর্ক আবার জোড়া লাগানোর জন্য সেলিনার সঙ্গে সমঝোতার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিবার।

এরই অংশ হিসেবে সম্প্রতি লস অ্যাঞ্জেলসের একটি সুপারক্লাবে ডিজে বন্ধু টে জেমসের জন্মদিনের পার্টিতে সেলেনাকে নিয়ে অংশ নেন বিবার। পুরনো বান্ধবীকে নিয়ে রাতটি দারুণভাবে উপভোগ করেন ১৯ বছর বয়সী এ গায়ক। এ দুজনকে একত্রে দেখে অনেকেই ধরে নেন- আবার এ জুটির মিল হয়ে গেছে।

বিবার রাত সাড়ে ১১টায় তার দেহরক্ষীদের পাহারায় ওই ক্লাবের পেছনের গোপন দরজা দিয়ে প্রবেশ করেন। ক্লাব ত্যাগের আগ পর্যন্ত তারা দু’জন পার্টিতে এক সঙ্গে নাচেন।

এ জুটির রোমান্স প্রথম জনসম্মুখে উন্মোচিত হয় ২০১১ সালের অস্কার আসরে। গত বছর তাদের ব্রেক-আপ হয়। -জি নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ