কাজল বদলে যাচ্ছে

Kajol কাজলবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এক সময় তিনি বলিউডের ব্ল্যাক বিউটি ছিলেন। অভিনয়ে তার পাশে দাঁড়াতে পারে এরকম হিরোইন অনেক কমই খুঁজে পাওয়া যাবে। রাশভারি থেকে কমেডি চরিত্র সবকিছুতেই একনম্বরে ছিলেন তিনি। বলিউড কিং শাহরুখের সঙ্গে জুটি বেঁধে তিনি হয়েছিলেন বলিউড ইতিহাসের সেরা জুটির এক জুটি। এতোক্ষণ নিশ্চই বুঝতে পেরেছেন করা কথা বলছি। হ্যাঁ, তিনি অভিনেত্রী কাজল।

কাজল বলিউডের এরকমই এক হিরোইন, পর্দায় যাকে দেখলে উচ্ছ্বাস ফেটে পড়ত পুরো সিনেমা হল। তবে সেই ব্ল্যাক বিউটি কাজল আজ আর ব্ল্যাক নন, বরং তিনি এখন দুধে আলতা!

হঠাৎ করেই কাজল ঠিক করলেন তিনি ফর্সা হবেন। আর সেই মতো নাকি সপ্তাহে সপ্তাহে হাসপাতালে ঘুরতে দেখা গেছে তাকে। কারণ তিনি কয়েক মাস ধরে ফর্সা হওয়ার জন্য ট্রিটমেন্ট করছিলেন।

তবে শুধুই ওষুধপত্র নয়, শোনা গেছে ফর্সা হওয়ার জন্য অস্ত্রোপচারও করেছেন কাজল। তবে আপাতত, এই নিয়ে কাজল মুখে কিছুই বলছেন না। তার স্বামী অজয় দেবগণের কাছ থেকেও পাওয়া যায়নি কোনও কিছুই বলতে নারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ