হানির প্রেমে মজেছেন কঙ্গনা রানাউত

Hani sing and kangnaবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত এবার প্রেমে মজেছেন হানি সিং’র। নিজের নতুন ছবি ‘রিভলবার রানী’র প্রচারণামূলক একটি গানের জন্য কঙ্কনা হানিকে নেওয়ার অনুরোধ করেন  তার ছবির পরিচালককে। পরিচালক তাকে নিতে অসম্মতি জানানোর কারণে পরিচালকের উপর চটেছেন তিনি।

তবে এরই মধ্যে হানি সিং’র সঙ্গে দেখা করেছেন তিনি। তার সঙ্গে একটি গানে পারফরমেন্সের অনুরোধ জানিয়েছেন এ অভিনেত্রী। কঙ্গনার অনুরোধ ফেলতে পারেননি হানিও। তিনি কঙ্গনাকে নিজের নতুন কোনো গানের মডেল হিসেবে নেওয়ার কথা দিয়েছেন।

তাই শিগগিরই হয়তো হানি ও কঙ্গনাকে একসঙ্গে দেখা যাবে নতুন মিউজিক ভিডিওতে। এদিকে হানির প্রতি কঙ্গনার প্রেম এখানেই শেষ নয়। তার বাসায় বন্ধুত্ব শুরুর বিভিন্ন উপহার এরই মধ্যে পাঠিয়েছেন তিনি। তার প্রতি অনেকটা খোলামেলা প্রেমেই যেন মজেছেন।

তবে ধারণা করা হচ্ছে, কঙ্গনার এ প্রেম একতরফা। এরই মধ্যে বিষয়টি  নিয়ে বলিউডপাড়ায় বেশ কানাঘুষা চলছে। এ বিষয়ে মিডিয়া কঙ্গনাকে প্রশ্ন করলে তিনি বলেন, হানি সিং’র অনেক বড় ভক্ত আমি। তাকে বন্ধু হিসেবে পেয়ে আমি আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ