শফীকে ক্ষমা চাইতে হবে তেঁতুল তত্ত্বের জন্য

sahera khatun সাহেরা খাতুনসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. সাহারা খাতুন বলেছেন, তেঁতুল তত্ত্বের জন্য হেফাজতে ইসলামের আমীর আহমদ শফীকে ক্ষমা চাইতে হবে।

শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব হলরুমে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন আয়োজিত ‘মুক্তিযুদ্ধে মায়েদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাহারা খাতুন বলেন, তেঁতুল তত্ত্ব দিয়ে সফী নারীদের সম্মান কেড়ে নিয়েছেন। নারী জাতিকে ছোট করেছেন। তার এই বক্তব্যের জন্য নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় সারা বাংলাদেশে আন্দোলনের মাধ্যমে নারীরা এর জবাব দেবে।

খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, তিনি (খালেদা) স্বাধীনতার ইতিহাস বিকৃত করতে চেয়েছেন। সে জন্যই তিনি রাজাকারদের মন্ত্রী বানিয়েছেন। শুধু নারী নয়, পুরুষরাও সফীর তেঁতুল তত্ত্বের সমালোচনা করেছেন কিন্তু খালেদা জিয়া কোনো কথা বলেননি।

নারীরা মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে উল্লেখ করে সাহারা খাতুন বলেন, বই-পুস্তকে মুক্তিযুদ্ধে নারীদের অবদানের কথা লেখা হয়নি। নারীদের অবদানের কথা গল্প-কবিতার মাধমে তুলে ধরার জন্য সবার প্রতি আহ্বান জানাই।

রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার আছে এবং থাকবে উল্লেখ করে তিনি বলেন, রানা প্লাজায় আহতদের জন্য খালেদা জিয়া কি করেছেন তা মানুষ জানতে চায়।

সংগঠনের সভাপতি এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন সাবেক সেনা প্রধান ও বীরপ্রতীক লে. জে. হারুন অর রশিদ, কৃষকলীগের সভাপতি এমএ করীম, সংগঠনের মহাসচিব মো. আলআমিন শাওন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ