সানির লাইলা জ্বরে ইউটিউব কাপাঁচ্ছে

imbbges

বলিউডে পা ফেলেই একের পর এক ঝড় তুলছেন সানি লিওন। কানাডিয়ান এ পর্নোস্টারকে এবার দেখা যাচ্ছে আইটেম গান ‘লাইলা’-তে। সিনেমার পর্দা কাপাঁনোর পর এই এক গানেই কাঁপিয়ে দিলেন ভার্চুয়াল দুনিয়াও। ইউটিউবে সানির এ গানটি প্রকাশের দু’দিনের মাথায় এর হিটসংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখে। তার মানে ইউটিউব এখন রীতিমত কাঁপছে লিওনের লাইলা জ্বরে।

খুব শিগগিরই এ অঙ্গনেও সানি লিওনের নিজের জাদু একের পর এক প্রদর্শিত হবে তা আর বলার অপেক্ষা রাখে না। ‘লাইলা’ গানটি এখন ভাইরাসের মতো ছড়িয়ে পরছে। যা এখন শোনা যাচ্ছে সবার মুখে মুখে।

সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘শুট আউট অ্যাট ওয়াদালা’ ছবিতে ‘লাইলা’ শিরোনামে আইটেম গান করেছেন সানি লিওন। লেহেঙ্গা পরে ভারতীয় সাজে এ গানে নেচেছেনও সানি। সে সঙ্গে ভারতীয় ভঙ্গিমায় তার নৃত্যের উপস্থাপন সবার নজর কাড়ে প্রথম দেখাতেই। জন আব্রাহাম এবং তুষার কাপুরও এ গানে সানির পাশে আছেন।

আগামী ১ মে মুক্তি পেতে যাচ্ছে ‘শুট আউট অ্যাট ওয়াদালা’। ১৯৮০ সালের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এ সিনেমাটি। এতে আরো অভিনয় করেছেন অনিল কাপুর, মনোজ বাজপেয়ি, সনু সুধ এবং কঙ্গনা রানাওয়াত।

এর আগে ‘জিসম টু’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সানি লিওন। এরপরই তাকে নিয়ে তাবৎ মুম্বাইপাড়া নড়েচড়ে বসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ