চট্টগ্রামে আবাসিক হোটেলে হিজড়াদের হামলা

chittagong চট্টগ্রামরিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে দাবিকৃত চাঁদা না পেয়ে গার্মেন্টেসে হামলা চালানোর পর এবার আবাসিক হোটেলে হামলা চালিয়েছে একদল হিজড়া। রোববার সকালে নগরীর কোতোয়ালী থানার আমতল এলাকার হোটেল সফিনায় এ হামলা চালানো হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাফিনার সুপারভাইজার মনিরুজ্জামান জানান, সকাল ১০টার দিকে ১০-১২জন হিজড়া এসে ২ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় জোর করে হোটেলের মধ্যে অবস্থান নেয় তারা। এ সময় হোটেলের নিরাপত্তাকর্মীদের সঙ্গে হিজড়াদের হাতাহাতির এক পর্যায়ে কয়েকজন নিরাপত্তাকর্মীর ইউনিফর্মের কলার ধরে টানা- হেঁচড়া করে ইউনিফর্ম ছিঁড়ে ফেলে।

প্রায় পৌনে ১২টা পর্যন্ত হোটেলের সামনে মহড়া দিয়ে চাঁদা না পেয়ে পরে আবারও হামলা চালানোর হুমকি দিয়ে দলটি চলে যায়।

তিনি বলেন, ‘২-৩ দিন পর পরই হিজড়ারা এসে চাঁদার জন্য বিরক্ত করে। এ বিষয়ে পুলিশকে জানিয়েও কোনো লাভ নেই, তাদের হাতেও নাজেহাল হতে হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ