৪ লাখ ডলারে নিলামে কুমারীত্ব

Sex bid সেক্স নিলামআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ব্রাজিলের তরুণী ক্যাটারিনা মিগিলরিনির পথ ধরলেন মার্কিন এক তরুণী। ক্যাটারিনা নিজের কুমারীত্ব নিলামে তুলেছিলেন ৭ লাখ ৮০ হাজার ডলারের বিনিময়ে। সারা বিশ্বের গণমাধ্যমে শিরোনাম হয়েছিল বহুল বিতর্কিত এ নিলামের ঘটনা। এবার কুমারীত্ব নিলামে তুলছেন এলিজাবেথ রেইন (স্বেচ্ছায় পরিবর্তিত নাম)।

নিলামের সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৭ বছর বয়সী এ মেডিকেল ছাত্রীর কিছু প্রত্যাশা ও লক্ষ্যও জড়িত। অনলাইনে কুমারীত্ব নিলামে তোলার ন্যূনতম দরটিও নিজেই হাঁকিয়েছেন তিনি। সম্ভ্রম বিকানোর ক্ষেত্রে তার হাঁকানো ন্যূনতম দরটি হচ্ছে ৪ লাখ ডলার। এখানেই শেষ নয়। নিলাম থেকে পাওয়া অর্থের ৩৫ শতাংশ তিনি দান করতে চান কোন দাতব্য প্রতিষ্ঠানে। এলিজাবেথ চান উন্নয়শীল দেশগুলোর নারীদের শিক্ষায় ব্যয় হবে তার দান করা অর্থ। আগামী ১লা এপ্রিল থেকে এ নিলাম শুরু হবে। সাধারণভাবে, এ পর্যন্ত যে তরুণীরা নিজেদের কুমারীত্ব নিলামে তুলেছেন, তাদের যে কোন একটি লক্ষ্য থাকে। হয় তারা সঠিক পুরুষ চান, নয়তো সুনির্দিষ্ট অঙ্কের অর্থ দাবি করেন।

এক্ষেত্রে এলিজাবেথ দ্বিতীয় পথটিই অবলম্বন করছেন। আর সেজন্য এরই মধ্যে একটি ওয়েবসাইটও তৈরি করেছেন তিনি। সেখান থেকে তার সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন নিলামে অংশগ্রহণকারীরা। রাখা হয়েছে একটি ব্লগও। সেখানে ওই মেডিকেল ছাত্রী তার এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন। ওয়েবসাইটে তিনি অতি স্বল্প বসনে তোলা ছবি আপলোড করেছেন। তবে সেখানে তার মুখমণ্ডলের কোন ছবি প্রকাশ করা হয়নি। এলিজাবেথ কমপক্ষে ৯৯ দশমিক ৭ শতাংশ নিশ্চিত যে, তিনি সফল হবেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, নিলামে যিনি জিতবেন তার সঙ্গে ১২ ঘণ্টার ডেটিং করবেন তিনি এবং নিজের কুমারীত্ব বিসর্জন দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ