নেদারল্যান্ড ব্যাটিংয়ে

zimbabwe-vs-netherland t20 worldcup cricketস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ টোয়েন্টি২০ বিশ্বকাপে জিম্বাবুয়ের (প্রথম রাউন্ড, গ্রুপ বি, বাছাই) টিকে থাকার লড়াই এই ম্যাচ। তবে ম্যাচের শুরুতেই টসে হেরেছেন তারা। টস জিতে ব্যাটিং নিয়েছে নেদারল্যান্ড। নেদারল্যান্ড প্রথম ওভারেই উইকেট হারিয়েছে। শুরুটা ভাল হয়নি তাদের।

নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে হেরে যায় আয়ারল্যান্ডের কাছে। তবে নেদারল্যান্ড জয় পেয়েছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ডাচ ক্রিকেটাররা এগিয়ে যেতে চাইবে। তবে জিম্বাবুয়েও মরিয়া হয়ে রয়েছে সুপার টেনে ‍সুযোগ পেতে।

নেদারল্যান্ড : স্টিফেন মাইবার্গ, মিচেল সোয়ার্ট, ওয়েসলি বারেসি, টম কুপার, বেন কুপার, পিটার বোরেন (অধিনায়ক), লোগান ফন বিক, মুদাচ্ছার বুখারি, টিম ফন দার গুগটেন, পিটার সিলার, আহসান মালিক।

জিম্বাবুয়ে : ব্রেন্ডন টেলর (অধিনায়ক), হ্যামিল্টন মাসাকাদজা, ভুসি সিবান্দা, এল্টন চিগুম্বুরা, টিমিসেন মারুমা, সিকান্দার রাজা, প্রোসপার উতসেয়া, তিনাশে পানিয়াঙ্গারা, শিন উইলিয়ামস, টেন্ডেই চাতারা, নাটসাই মুশানগুয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ