একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল উদিতা গোস্বামির

udita goswami উদিতা গোস্বামিবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ক্যারিয়ারের শুরু থেকেই বিতর্কিত নগ্ন দৃশ্যে অভিনয় করে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছেন উদিতা গোস্বামি। এদিকে বিয়ের পর দীর্ঘদিন ধরেই বলিউডে অনুপস্থিত রয়েছেন এ অভিনেত্রী।

তবে সপ্তাহখানেক হলো মহেশ ভাটের নতুন একটি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আবারও বলিউডে পা রেখেছেন উদিতা। ছবির নাম আপাতত রাখা হয়েছে ‘মিস্টেরি গার্ল’।

ছবির প্রধান একটি ভূমিকায় অভিনয় করছেন তিনি। তার বিপরীতে কাজ করছেন ইমরান হাশমি।

এদিকে ছবিতে একজন বেপরোয়া নারীর ভূমিকায় অভিনয় করেছেন উদিতা, যে কিনা নিজের রূপ-সৌন্দর্য-যৌবনের মায়ায় পুরুষকে বশ করে তার সর্বস্ব লুট করে নিয়ে যায়। তবে লুট করার বিষয়টি বাদ দিলে নাকি এ চরিত্রটি বাস্তবের সঙ্গে মিলে যায় উদিতার। খোদ নিজে এরকম বক্তব্য দিলে সম্প্রতি তুমুল আলোচনার জন্ম দিয়েছেন।

তবে কোন কিছু অপরিষ্কার রাখেননি তিনি। বরাবরের মতো লুকোচুরি না করে পুরো বিষয়টি জানিয়েছেন মিডিয়াকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন বক্তব্য দেন উদিতা।

বলিউডে পা রাখার আগেই নাকি তার রূপের মায়ায় জড়িয়েছে একাধিক পুরুষ। সেসব পুরুষের অনেকের সঙ্গে তার শারীরিক সম্পর্কও ছিল। তাই এমন চরিত্র করতে তেমন একটা বেগ পেতে হচ্ছে না উদিতাকে।

উদিতার এমন মন্তব্যের বিপরীতে সমালোচনার ঝড় শুরু হয়েছে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেকে বিয়ের পর উদিতার এমন বক্তব্য দেয়ার যৌক্তিকতাই খুঁজে বেড়াচ্ছেন।

নিজের বক্তব্যে এ বিষয়ে তিনি আরও বলেন, আমি আসলে সবার সামনে সত্য স্বীকার করতে কখনও বিব্রতবোধ করিনি, করবো না। কারণ, প্রতিটি মুহূর্তই আমার জীবনের অংশ। কোন অংশই আমি বাদ দিতে চাই না। বিয়ের আগে একজন তরুণীর একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক থাকতেই পারে। এতে আমি দোষের কিছু দেখি না। আর আমার সব বিষয়ই স্বামী জানেন। সুতরাং কোন কিছুকে ভয় করি না আমি। তবে আমার বাস্তবের চরিত্রের সঙ্গে মিলে যাওয়ায় এ ছবিটি করতে আমার অনেক সহজ হচ্ছে। এই আর কি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ