হাসিনা কি মৃত্যুদণ্ড দিবে

Forhad-kader ফরহাদ কাদেররিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকা : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী রায়ের প্রতিক্রিয়া ব্যক্তকালে বলেছেন, ‘হাসিনা কি মৃত্যুদণ্ড দিবে! জীবনমৃত্যুর মালিক আল্লাহ! বিচারের মালিকও আল্লাহ!

তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের নাটকীয় রায়ের বিরুদ্ধে আপিল করবো। তবে আপিল বিভাগের বিচারপতিরাও তো আওয়ামী লীগের। আমরা কার কাছে যাবো। গত দুইদিন যাবৎ দেশের বিভিন্ন অনলাইনে এই রায়ের কপি পাওয়া যাচ্ছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশে কি ধরনের প্রহসনের বিচার হচ্ছে তা বিশ্ববাসীকে দেখাতে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করবো।’

মঙ্গলবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সালাহউদ্দিন কাদেরের বিরুদ্ধে ৯টি অভিযোগ প্রমাণিত হওয়ার চারটিতে ফাঁসির আদেশ দেন আদালত।

ফারহাদ কাদের চৌধুরী হাতে (রায়ের পুরো একটি কপির বই) দেখিয়ে তিনি অভিযোগ করে বলেন, ‘যে রায় আইন মন্ত্রণালয় লিখে দিয়েছেন তা এখানে পড়ে শুনানো হয়েছে। এই দেখেন তার প্রমাণ আমার হাতে। আমি গতকাল অনলাইন থেকে ডাউনলোড করে রেখেছিলাম। তা এনেছি আপনাদের (সাংবাদিকদের) দেখাবো বলে।’ এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা কি কোনো কোর্ট। রায়েরদিন আমার ছোট ছেলেকে আসতে দেয়নি।’ সাকার চৌধুরীর বড় ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী বলেন, ন্যায় বিচারের জন্য আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করবো।’

রাষ্ট্রের প্রধান আইনজীবী অ্যার্টনি জেনারেল মাহাবুবে আলমের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘অ্যার্টনি জেনারেল কি সরকারের দোষ স্বীকার করবেন। তিনি তো তার কথাই বলবেন।’ সাকার বড় ছেলে জাতির কাছে প্রশ্ন রেখে বলেন, ‘আমি জাতির কাছে জানতে চাই যে কি রকম বিচার হচ্ছে ট্রাইব্যুনালে। রায়টি মন্ত্রণালয়ে লেখার পরে ট্রাইব্যুনাল তা পাঠ করলো।’ সাকার মেয়ে ফারজিন কাদের চৌধুরী বলেন, ‘এ মামলায় আমাদের মাত্র তিনজন সাফাই সাক্ষীর সুযোগ দেওয়া হয়েছে। এ থেকেই বোঝা যায় এটা সরকারের সাজানো নাটক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ