শ্রীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (১৭ জানুয়ারি) : শ্রীপুরে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক। তার জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ প্রমাণ করে তিনি শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং আপামর জনগণের নেত্রী ছিলেন। দেশ ও জাতির জন্য তার অবদান ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহম্মেদ, মাগুরা জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব ও মাগুরা–শ্রীপুর (১) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক পিকুল খান।

এছাড়া উপস্থিত ছিলেন মাগুরা জেলা কৃষক দলের সভাপতি মোঃ রুবাইয়েত হোসেন খান ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম হিরা, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম জাহিদ, সদস্য সচিব ও সাবেক জেলা ছাত্রদল সভাপতি আব্দুর রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান হাসু।

শ্রীপুর উপজেলা পর্যায়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সভাপতি জোয়ারদার আশরাফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আব্বাসউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক খোন্দকার আশরাফুল ইসলাম নালিম, সাংগঠনিক সম্পাদক খোন্দকার খলিল, সাংগঠনিক সাধারণ সম্পাদক মোল্লা খলিলুর রহমান খলিল।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেল, সদস্য সচিব মোঃ হেমায়েত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা মহিলা দলের সভাপতি হ্যাপি বেগম, শ্রমিক দলের আহ্বায়ক মোল্লা সেলিম রেজাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ