প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাতে আইনি ও নৈতিক বাধা নেই: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৭ জানুয়ারি) : গণভোটকে সামনে রেখে প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে কোনো আইনি বা নৈতিক বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ।

তিনি বলেন, অতীতে নির্বাচন ব্যবস্থাকে রাজনৈতিকভাবে প্রভাবিত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের অনৈতিক কাজে বাধ্য করা হয়েছিল, যার অবসান ঘটানোর সুযোগ তৈরি হয়েছে আসন্ন গণভোটের মাধ্যমে।

আজ শনিবার রাজধানীতে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে ঢাকা বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের শাসনামলে রাষ্ট্রপতির সাংবিধানিক পদকে ব্যবহার করে একজন ব্যক্তির ইচ্ছানুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল। এর ফলে নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয় এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত ও নৈতিক স্বাধীনতা ক্ষুণ্ন হয়।

তিনি আরও বলেন, ‘নির্বাচন কর্মকর্তাদের অনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্য করা হয়েছিল। এই বাস্তবতা থেকে উত্তরণের একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে গণভোটের মাধ্যমে। প্রজাতন্ত্রের কর্মচারীরা রাষ্ট্রের স্বার্থে কাজ করেন। তাই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা তৈরিতে তাদের ভূমিকা রাখা আইন ও নৈতিকতা— দুই দিক থেকেই বৈধ।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘এই গণভোটের মধ্য দিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারিত হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণই একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ভিত্তি।’

সভায় প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার বলেন, গণভোটকে ব্যর্থ করতে ‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে একটি ষড়যন্ত্র চলমান রয়েছে। তিনি সবাইকে বিভ্রান্তি এড়িয়ে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

মতবিনিময় সভায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। বক্তারা গণভোটের গুরুত্ব তুলে ধরে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ