দেশের ভেতরে পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম যুক্ত করবে ইসি
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৮ জানুয়ারি) : বিএনপির দাবির পর দেশের ভেতরে পোস্টাল ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নাম যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে আগের মতো কেবল প্রতীকই থাকবে।
শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।
তিনি বলেন, “প্রবাসী ভোটারদের জন্য যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, সেখানে শুধু প্রতীক রাখা হয়েছে। তবে দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, তাদের ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নাম যুক্ত করা হবে।”
গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে পোস্টাল ব্যালটে শুধু প্রতীকের পরিবর্তে প্রতীকের সঙ্গে প্রার্থীর নাম যুক্ত করার দাবি জানান। তিনি সাধারণ ব্যালটের আদলে পোস্টাল ব্যালট পাঠানোরও দাবি তোলেন।
প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে কেবল প্রতীক থাকায় বিএনপি আপত্তি জানায়। দলটির অভিযোগ, ব্যালট ভাঁজের কারণে ধানের শীষ প্রতীক আংশিকভাবে ঢেকে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা ভোটারদের বিভ্রান্ত করতে পারে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় অর্ধেক প্রবাসী এবং বাকি অর্ধেক দেশের ভেতরে বসবাসকারী ভোটার। দেশের ভেতরে যাঁরা ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসি কর্মকর্তারা জানান, প্রবাসে ব্যালট পাঠিয়ে ফেরত আনতে প্রায় ২০ দিন সময় লাগে। এ কারণে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই বিভিন্ন দেশে কেবল প্রতীকসংবলিত ব্যালট পাঠানো হয়েছে। অন্যদিকে, দেশের ভেতরের পোস্টাল ব্যালট ছাপানো শুরু হবে ২৩ জানুয়ারি থেকে। এর আগেই, অর্থাৎ ২১ জানুয়ারি, প্রার্থিতা চূড়ান্ত হয়ে যাবে। ফলে দেশের অভ্যন্তরের ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম যুক্ত করতে কোনো জটিলতা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
মনোয়ারুল হক/
