বাজারে এসেছে এটলাসের চার ইলেকট্রিক স্কুটার
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৬ নভেম্বর) : রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেডে বাজারে এনেছে চার ধরনের ‘এটলাস ইলেকট্রিক স্কুটার’।
এটলাস ইভি ব্র্যান্ডের চারটি ভিন্ন মডেলের স্কুটার হলো এস-১০০, এস-৯০, এস-৮০ এবং এস-৭০। চীনের জনপ্রিয় ইলেকট্রিক বাইক নির্মাতা প্রতিষ্ঠান জেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তির মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের এটলাস বাংলাদেশ লিমিটেড যন্ত্রাংশ আমদানিসহ সংযোজন করে প্রথম ধাপে চারটি স্কুটার বাজারে এনেছে। এই স্কুটারগুলো বিশেষভাবে বাংলাদেশের আবহাওয়া ও রাস্তার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘পরিবেশবান্ধব এটলাস ইলেকট্রিক স্কুটার সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই শহর গঠনের প্রতিশ্রুতি। এই স্কুটার তরুণ প্রজন্মসহ জনসাধারণের জন্য সহজ ও সাশ্রয়ী যাতায়াতে ভূমিকা রাখবে। এটি আমাদের জ্বালানি-নির্ভরতা হ্রাস করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। ইভি স্কুটার কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায়ও সহায়তা করবে।’
শিল্প উপদেষ্টা আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি হলো পরিবেশবান্ধব, প্রযুক্তিনির্ভর ও টেকসই শিল্পায়ন। সরকার সব সময় দেশীয় শিল্পের বিকাশে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য, বাংলাদেশের জনগণ যেন বিশ্বমানের দেশীয় পণ্য ব্যবহার করে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে। সেই দিক থেকে এই ইলেকট্রিক স্কুটার বাজারজাত কার্যক্রম নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।’
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান গতকাল বুধবার গাজীপুরের টঙ্গীতে এটলাস বাংলাদেশ লিমিটেডের কারখানা প্রাঙ্গণে এটলাস ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বিএসইসির চেয়ারম্যান মু. আনোয়ারুল আলম ও অধ্যাপক মোহাম্মদ রিদওয়ানুল হক।
উদ্বোধন অনুষ্ঠানে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, ‘বিশ্ব এখন ইলেকট্রিক ভেহিকেল ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব হওয়ার উদ্যোগ গ্রহণ করছে। বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকেল নীতি চুড়ান্ত হওয়ার পথে। এটলাসের স্কুটারের মাধ্যমে ইভি জগতে প্রবেশ করলাম। আমরা ইভি গাড়িও বাজারে আনব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়, এটলাস বাংলাদেশ লিমিটেড ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এটলাস ইলেকট্রিক স্কুটারের পরিবেশকরা।
