কেমিক্যাল গুদামে আগুনের ঘটনায় একশো মিটারের মধ্যে না চলাচলের পরামর্শ
নিজস্ব প্রতিবেদক (গাজীপুর), এবিসি নিউজ, (২৪ সেপ্টেম্বর) : গাজীপুরের টঙ্গীতে আগুনে ক্ষতিগ্রস্ত কেমিক্যাল গুদাম থেকে নির্গত গ্যাস মানবদেহের জন্য খুবই ক্ষতিকর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দুর্ঘটনাস্থলের একশ মিটারের মধ্যে জনসাধারণের চলাচলে সাবধানতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ্ উদ্দিন আহমেদ।
এসময় বুয়েটের কেমিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. খাইরুল বাহার, মো. ফারহাতুল আবরার-সহ ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে ছালেহ উদ্দিন আহমেদ বলেন, গুদামের ভেতরে এখনও কেমিক্যালের তেজস্ক্রিয়া আছে। সেজন্য ফায়ার সার্ভিসের একটি টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে। এছাড়াও ফায়ার সার্ভিসের কর্মী হতাহতের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।