জাতিসংঘকে নিয়ে ট্রাম্পের কড়া সমালোচনা
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (২৪ সেপ্টেম্বর) : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণের সময় জাতিসংঘের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটি তার সম্ভাবনা কাজে লাগায়নি বলে অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অধিবেশন শুরুর দিন বক্তব্য দেন ট্রাম্প। নিজের নির্ধারিত ১৫ মিনিট পার করেও বক্তব্য চালিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প দাবি করেন, বিশ্বজুড়ে সংঘাত রোধে তিনি সাতটি ক্ষেত্রে সফল হয়েছেন। যদিও এগুলোর কয়েকটিতে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ সাফল্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্যতা প্রমাণ করে এবং একই সঙ্গে জাতিসংঘের অকার্যকারিতা স্পষ্ট করে বলে দাবি করেন ট্রাম্প।
তিনি বলেন, জাতিসংঘের পরিবর্তে আমাকে এগুলো করতে হলো, অথচ জাতিসংঘ কিছুই করল না। দুঃখজনকভাবে প্রতিটি ক্ষেত্রে জাতিসংঘ সাহায্য করার চেষ্টা পর্যন্ত করেনি।
এদিন স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে জাতিসংঘ সদরদপ্তরে প্রবেশের সময় একটি চলন্ত সিঁড়িতে ওঠার পরপরই সেটি বন্ধ হয়ে যায়। এ ছাড়া নষ্ট টেলিপ্রম্পটারের কথাও উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, জাতিসংঘ থেকে আমি শুধু দুটো জিনিসই পেয়েছি-একটি খারাপ এসকেলেটর এবং একটি খারাপ টেলিপ্রম্পটার।
জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, জাতিসংঘের উদ্দেশ্য আসলে কী? জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা ছিল, কিন্তু সংস্থাটি এর ধারেকাছেও পৌঁছাতে পারেনি। তাদের যা করতে দেখা যায় তা হলো কেবল কড়া ভাষায় লেখা চিঠি পাঠানো-তারপর আর কোনো পদক্ষেপই নেয় না।