দাম্মামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

probashi dammam প্রবাসী দাম্মামপ্রবাসী ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দাম্মাম কেন্দ্রিয় বিএনপির উদ্যাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে এক আলোচনা সভার ও নৈশ্য ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা র্নিদলীয় নিরপেক্ষ তর্তবধায়ক সরকার এর পূর্ণ বহাল করে আগামি নির্বাচন দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি অহর্ব¦ন জানায়। অন্যথায় কঠোর আন্দলনের মাধ্যামে হাসিনা সরকার এর পর্তন গঠানো হবে। দেশের জাতীয়তাবাদী ও ইসরামী মূল্যবোধের মানুষ কোন ভাবেই বর্তমান আওয়ামীলিগ সরকারের অধিনে বাংলাদেশে জাতীয় সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে না। স্থানীয় সিকু র্মাকেট পেরাগন হোটলে দাম্মাম কেন্দ্রিয় বি.এন.পির সভাপতি ডাঃ গাজীউর রহমান এর সভাপতিত্বে ও দাম্মাম মহানগর বি.এন.পির সাধারন সম্পাদক এম কামাল এর পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পূর্বাঞ্চলীয় বি.এন.পি (রিয়াদ) এর সভাপতি আ.ক.ম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, দাম্মাম কেন্দ্রিয় বি.এন.পির সিঃ সহ সভাপতি- সাব্বির আহমেদ চৌধুরী, দাম্মাম কেন্দ্রিয় বি.এন.পির সাধারন সম্পাদক- এম এ কাশেম খাঁন, দাম্মাম মহানগর বি.এন.পির সভাপতি-সাইমুন তালুকদার, আল=খোবার জেলা বি.এন.পির সভাপতি ইঞ্জঃ কামরুজ্জামান টোকন, দাম্মাম কেন্দ্রিয় বি.এন.পির সহ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সুমন, সাংবাদিক- রানা রহমান, আল-জুবাইল বি.এন.পির সভাপতি-শেখ আ্দুল মান্নান, আল-হাছা বি.এন.পির সভাপতি-মোহাম্মদ শাহবুদ্দিন সহ আল খোবার, জুবাইল, হাছা, হাফার আল বাতেন ও দাম্মামের সকল স্থর এর নেত্রীবৃন্দুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ