মসজিদের পাশে নর্দমায় কাঁদনে গ্যাসের শেল

ctgTiershelরিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ সংলগ্ন একটি নর্দমা থেকে ৩৩টি কাঁদানে গ্যাসের শেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে মসজিদের পশ্চিম ফটকের বাঁ পাশের নদর্মা থেকে বাজারের থলেভর্তি শেলগুলো উদ্ধার করে পুলিশ।

tearshel tearshellকোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান এবিসি নিউজ বিডিকে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে নর্দমা থেকে থলেভর্তি শেলগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে একটি শেল খালি।

এগুলো পুলিশের নয় বলে উপস্থিত সাংবাদিকদের কাছে দাবি করেন তিনি।

এসআই বলেন, কে বা কারা কাঁদানে গ্যাসের শেলগুলো এখানে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ