২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম মানিকের ভাই ফারুক এক দিনের রিমান্ডে

jail জেলসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম মানিকের বড় ভাই ফারুক আহমেদ ফারুককে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে রজধানীর বসুন্ধরা আবাশিক এলাকা থেকে রমনা থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়িতে হামালা মামলার আসামী তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম শাহজাহান পুরের জাফর আহমেদ মানিকের আপন বড় ভাই ফারুক আহমেদকে বেশ কিছু দিন ধরে রমনা থানা পুলিশ খুঁজছিল। অভিযোগ রয়েছে, ফারুক আহমেদ ও তার ছোট বোন জেসমিন আক্তার ওরাফে ক্যাশিয়ার জেসমিন রাজধানীর বিভিন্ন ব্যবসায়ীদের নানা রকম ভয়-ভীতি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে হুন্ডির মাধ্যমে মানিকের কাছে পাঠাতো। রমনা থানা এলাকার কয়েকজন ব্যবসায়ীর এমন অভিযোগের ভিত্তিতে মাঠে নামে রমনা থানা পুলিশ। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানা পুলিশের একটি দল বারিধারার বসুন্ধরা আবাশিক এলাকা থেকে ফারুক আহমেদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ফারুক আহমেদের বিরুদ্ধে রমনা থানায় ২টি ও শাহজাহানপুর থানায় ১টি মামলা রয়েছে। শাহজাহানপুর থানার মামলায় (১৪, ২৮/০১/২০১৪ইং) তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। এছাড়া রাজধানীর বেশ কয়েকটি থানায় অসংখ্য জিডি রয়েছে ফারুক আহমেদের বিরুদ্ধে।
ফারুক আহমেদের ছোট ভাই ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম জাফর আহমেদ মানিক শাহজাহানপুর ও খিলগাঁও এলাকার ভয়ংকর সন্ত্রাসী ছিলেন। মানিক-মুরাদ নামে তাদের ছিল একটি কিলার বাহিনী। মানিক-মুরাদ দুজনেই বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়িতে হামলা মামলার অন্যতম আসামি। এই মামলায়
সিআইড পুলিশ কিছু দিন আগে মুরাদকে ইন্টারপোল পুলিশের সহায়তায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ধরে আনে। আর মানিক বর্তমানে ভারতে পালিয়ে রয়েছেন বলে জানা গেছে।
রমনা থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, ফারুক আহমেদকে গ্রেফতারের পর শনিবার সকালে ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদলতে পাঠানো হয়েছিল। আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ড শেষ হলে আবারো রিমােেন্ডর আবেদন করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ