২ জনকে গলাকেটে হত্যা

Jhenaidah jhinaidoh District Map ঝিনাইদহ জেলা ম্যাপরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঝিনাইদহঃ জেলার কালীগঞ্জ ও শৈলকুপায় পৃথক ঘটনায় দুইজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দৃর্বৃত্তরা। জেলার কালীগঞ্জের মেগুরখিদ্দা গ্রামে ও শৈলকুপার শেখপাড়া বাজার থেকে শুক্রবার সকালে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ। ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) মো. আলতাফ হোসেন জানান, কালীগঞ্জ উপজেলার মেগুরখিদ্দা গ্রামে মৃত হুজুর আলীর ছেলে পোল্ট্রি ব্যবসায়ী মহসিন আলী (৩৫) নিজ বাড়ি সংলগ্ন খামারে রাতে ঘুমিয়ে ছিলেন। সকালে বাড়ির লোকজন খামারে তার মৃতদেহ পড়ে থকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। এসপি আরও জানান, শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারের আমিরুল ইসলাম ডাক্তারের দোকানের পিছনে পরিত্যক্ত বাজারের ব্যাগের মধ্যে একটি দেহবিহিন মাথা দেখতে পায় এলাকাবাসী। সকালে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথাটি উদ্ধার করে। পরে একই উপজেলার পাশের দুঃখি মাহমুদ কলেজের পিছনের একটি মেহগনি বাগান থেকে মাথাবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। তবে তার নাম পরিচয় জানা যায়নি। যুবককে হত্যার পর মাথা ও দেহ দুই জায়গায় ফেলে দেয় হত্যাকারীরা। তার পরনে জিন্সের প্যান্ট রয়েছে। তার বয়স আনুমানিক (৩০) হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ