শ্রদ্ধার ফ্ল্যাটে আদিত্যর রাত্রিযাপন

aditya and shroddha আদিত্য শ্রদ্ধাবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রেমিক-প্রেমিকা জুটি আড্ডা মারবে গাছ তলায়, রাস্তার পাশে কিংবা গাড়িতে চড়ে! স্বাভাবিক ঘটনা অনেকটা এমনই। এ তো সাধারণ প্রেমিক-প্রেমিকা জুটির ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্ত তারকাদের কি আর যেখানে সেখানে আড্ডা মারা চলে। তাই বলে সরাসরি প্রেমিকার ফ্ল্যাটে রাত্রিযাপন! ঘটনাটা অনেকটা এমনই। রাত-বিরাতে প্রেমিকা শ্রদ্ধা কাপুরের বাড়িতে গিয়ে হাজির বলিউড তারকার আদিত্য রায়। আর এ নিয়েই সিনেমা পাড়ায় ঘটে গেছে লঙ্কাকাণ্ড। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। শ্রদ্ধাকাপুরের বাড়ির সামনে সারা রাত দাঁড়ানো ছিল আদিত্যের সাদা বিএমডব্লিউ। বাড়িতে প্রবেশের সময় তার পরনে ছিল হাফ প্যান্ট গায়ে ছিল টি শার্ট আর পায়ে স্লিপার। রাতে শ্রদ্ধার বাড়িতে ঢুকে ভোরের আলো ফোটার আগেই হাওয়া হয়ে যান আদিত্য। কয়েক মাস আগেও একটি পাঁচ তারকা হোটেলে রাত কাটতে দেখা গেছে এই জুটিকে। বোঝায় যাচ্ছে বেশ কাটছে তাদের দিনকাল। একটু গুঞ্জন তো হবেই। তাদের ভাবভঙ্গি অনেকটা ডোন্ট কেয়ায় টাইপের। যেন গণমাধ্যম নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ