জাতীয় সংসদ নির্বাচন: মাগুরায় ১১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর, মাগুরা), এবিসিনিউজবিডি, (২১ জানুয়ারি) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা জেলায় দুটি সংসদীয় আসনে মোট ১১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করেন।
সংসদীয় আসন ৯১, মাগুরা-১ এ সাতজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খানকে দলীয় প্রতীক ধানের শীষ, জাতীয় পার্টির প্রার্থী জাকির হোসেন মোল্লাকে লাঙ্গল, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিনকে দাঁড়িপাল্লা, সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী শম্পা বসুকে মই, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. খলিলুর রহমানকে ট্রাক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নাজিরুল ইসলামকে হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল ইসলামকে ডাব প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
অন্যদিকে সংসদীয় আসন ৯২, মাগুরা-২ এ চারজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। বিএনপির প্রার্থী নিতাই রায় চৌধুরীকে ধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থী মুরতারশেদ বিল্লাহকে দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির প্রার্থী মশিয়ার রহমানকে লাঙ্গল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা কামালকে হাতপাখা প্রতীক দেওয়া হয়।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং জেলা নির্বাচন অফিসার ফারাজি বেনজির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মনোয়ারুল হক/
