জামিন পেলেই দ্রুত মুক্তি, জেলে আর সপ্তাহকাল অপেক্ষা নয়: আইন উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ জানুয়ারি) : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসছে। তিনি জানান, নতুনভাবে চালু হওয়া ই-বেইল বন্ড ব্যবস্থা কার্যকর হলে জামিন পাওয়ার পর আর কাউকে অযথা কারাগারে আটকে থাকতে হবে না।

বুধবার সকালে আইন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে দেশের আটটি জেলায় একযোগে ই-বেইল বন্ড ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, আগে জামিন মঞ্জুর হলেও মুক্তির জন্য বহু প্রশাসনিক ধাপ অতিক্রম করতে হতো। এতে বিচারপ্রার্থীদের সময় ও অর্থ অপচয়ের পাশাপাশি মানসিক চাপও বাড়ত। অনেক ক্ষেত্রে জামিন পাওয়ার পরও বন্দিদের কয়েক দিন কিংবা সপ্তাহকাল কারাগারে থাকতে হতো।

তিনি জানান, নতুন ডিজিটাল পদ্ধতিতে বিচারকের স্বাক্ষরের পর বেইল বন্ড স্বয়ংক্রিয়ভাবে জেলখানায় পৌঁছে যাবে। ফলে আটক ব্যক্তি কয়েক ঘণ্টা অথবা সর্বোচ্চ একদিনের মধ্যেই মুক্তি পাবে।

আইন উপদেষ্টা আরও বলেন, এই সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি ধাপের তথ্য ডাটাবেজে সংরক্ষিত থাকবে এবং কে কখন স্বাক্ষর করেছেন তা স্পষ্টভাবে জানা যাবে। এতে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। পাশাপাশি অভিযুক্ত ও তাদের পরিবারের যাতায়াত ব্যয় কমবে এবং সরকারের কারা ব্যয়ও সাশ্রয় হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, অতিরিক্ত সচিব এস. এম. এরাশাদুল আলম ও খাদেমুল কায়েসসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া সংশ্লিষ্ট জেলার বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, কারা অধিদপ্তর ও পুলিশের কর্মকর্তারা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ