বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি: মাহদী আমীন

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২১ জানুয়ারি) : বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন।

তিনি বলেন, ‘মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়ে গেলেও এখনো যারা বিদ্রোহী হিসেবে মাঠে আছেন, তাদের সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটি এবং দলের শীর্ষ নেতৃত্ব আলাপ-আলোচনা করবেন। এরপরও যদি কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনী মাঠে অবস্থান করেন, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় আছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

মাহাদী আমীন বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কারণে দেশের মানুষ যেমন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তেমনি বিএনপির অনেক ত্যাগী ও সংগ্রামী নেতাও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাননি। দীর্ঘ সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বিএনপির মতো বড় রাজনৈতিক দলে স্বাভাবিকভাবেই অভ্যন্তরীণ প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। তবে একটি আসনে একজনের বেশি প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতা রয়েছেন, যারা দলের জন্য দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের অনেকের মধ্যেই মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ছিল। বিএনপি চায়, পুরো দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে সর্বোচ্চ আন্তরিকতা ও শক্তি নিয়ে কাজ করবেন। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করবেন বা দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ