বিশ্বকাপে নতুন নিয়ম
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ ডিসেম্বর) : ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো প্রতিটি ম্যাচের দুই অর্ধেই বাধ্যতামূলক তিন মিনিটের ‘হাইড্রেশন ব্রেক’ থাকবে। ফিফা এ ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত হতে যাওয়া এই বিশ্বকাপে তাপমাত্রা বেশি থাকতে পারে। তাই খেলোয়াড়দের শারীরিক সুরক্ষা ও স্বাস্থ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন এই নিয়ম যুক্ত করা হয়েছে।
ম্যাচের অবস্থান, আবহাওয়া কিংবা স্টেডিয়ামে ছাদ আছে কি-না, কোনো কিছুই বিবেচ্য নয়; খেলা ২২ মিনিটে এসে বাধ্যতামূলকভাবে তিন মিনিট বন্ধ হবে। এতে প্রতিটি ম্যাচ কার্যত চার কোয়ার্টারে বিভক্ত হয়ে যাচ্ছে। কোচ, সম্প্রচারক এবং আয়োজকদের সঙ্গে আলোচনা করেই নিয়মটি চূড়ান্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রধান কর্মকর্তা মানলো জুবিরিয়া বলেন, ‘যাই হোক, প্রতিটি ম্যাচেই এই হাইড্রেশন ব্রেক প্রযোজ্য হবে।’ এর আগেও কিছু টুর্নামেন্টে গরমের কারণে পানি বিরতি দেওয়া হতো, তবে তা নির্দিষ্ট পরিস্থিতিতে। ২০২৫ ক্লাব বিশ্বকাপে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় কিছু খেলোয়াড় মাঠে মাথা ঘোরা অনুভব করেছিলেন, যা নিয়ে উদ্বেগ বাড়ে।
এনজো ফের্নান্দেজসহ অনেক ফুটবলার জানান, এমন অতিরিক্ত গরমে খেলা বিপজ্জনক। তাই ফিফার মতে নতুন নিয়ম খেলোয়াড়দের জন্যই প্রয়োজনীয়।
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের মূল পর্ব, যার সম্পূর্ণ সূচিও প্রকাশিত হয়েছে।
মনোয়ারুল হক/
