আইপিএলের নিলামে মোস্তাফিজ থাকলেও নেই সাকিব
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ ডিসেম্বর) : আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত জায়গা মিলল না সাকিব আল হাসানের। ফলে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে তার ফেরায় আরও দেরি হচ্ছে। বিপরীতে প্রত্যাশিতভাবেই চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন মোস্তাফিজুর রহমান। তার সঙ্গে আরও ছয় বাংলাদেশি ক্রিকেটার আছেন এই তালিকায়। তারা হলেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, রকিবুল হাসান ও শরিফুল ইসলাম।
এই তালিকার সবচেয়ে বিস্ময়কর নাম নিঃসন্দেহে রকিবুল। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাঁহাতি স্পিনার এখনও জাতীয় দলে জায়গা পাননি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ও ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাকে অন্তর্ভুক্ত করা হলেও আইপিএলের অভিজ্ঞতা বা দেশের বাইরে কোনো লিগে খেলার অভিজ্ঞতা নেই তার।
এবার প্রাথমিক তালিকায় নাম ছিল ১ হাজার ৩৯০ জন ক্রিকেটারের, যার মধ্যে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মাত্র ৩৫০ জন। ভারতীয় ২৪০ জন, বিদেশি ১১০ জন। নিলামে দল পেতে পারেন সর্বোচ্চ ৭৭ জন। ফাঁকা আছে ৩১টি বিদেশি স্লট।
মোস্তাফিজ আছেন সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে, যেখানে মোট ৪০ ক্রিকেটার। আইপিএলে ইতোমধ্যে ৮ মৌসুম খেলা এই পেসার সাম্প্রতিক ফর্মেও ভালো, যা তার প্রতি দলগুলোর আগ্রহ বাড়াতে পারে। অন্যদের মধ্যে তাসকিন, রিশাদ, তানজিম, নাহিদ ও শরিফুলের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি; রকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ। আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিত হবে এ বছরের আইপিএল নিলাম।
মনোয়ারুল হক/
