যুক্তরাষ্ট্রে চলন্ত গাড়ির উপর আছড়ে পড়ল উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১০ ডিসেম্বর) : যুক্তরাষ্ট্রে সড়কে চলমান একটি গাড়ির উপর আছড়ে পড়েছে ছোট একটি উড়োজাহাজ। আছড়ে পড়ার দৃশ্যটি ইতোমধ্যে এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোয়া শহরে স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ওই গাড়ির চালক সামান্য আহত হয়েছেন।

ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশের কর্মকর্তারা এএফপিকে জানান, সোমবার সন্ধ্যায় কোকোয়ার আই-১৯ মহাসড়কে জরুরি অবতরণের সময় একটি চলমান টয়োটা ক্যাম্রি গাড়ির উপর আছড়ে পড়ে বিমানটি।

গাড়িটি চালাচ্ছিলেন ৫৭ বছর বয়সী এক নারী। আর বিমানটিতে চালকের সঙ্গে দুইজন যাত্রী ছিলেন। তাদের দুজনের বয়স ২৭ বছর।

দুর্ঘটনার পরপরই গাড়ি ও উড়োজাহাজ থেকে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশসূত্রে জানা গেছে, যে নারী গাড়ি চালাচ্ছিলেন, তিনি সামান্য আহত হয়েছেন। উড়োজাহাজের চালক এবং যাত্রী অক্ষত আছেন।

পুলিশ কর্মকর্তারা আরও জানান, ইঞ্জিনে সমস্যার কারণে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছিলেন পাইলট। তার পরিকল্পনা ছিল যে মহাসড়কের পাশে ফাঁকা ঝোপ এলাকায় অবতরণ করবেন। কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় আর সড়কের ওপারে যেতে না পেরে সেখানেই আছড়ে পড়ে উড়োজাহাজটি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ