পটুয়াখালীতে র্যাবের গাড়ি-বাসের সংঘর্ষে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক (পটুয়াখালী), এবিসি নিউজ, (১১ অক্টোবর) : পটুয়াখালী সদর উপজেলায় র্যাবের গাড়ি ও যাত্রীবাহী ধানসিঁড়ি পরিবহনের একটি বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাব সদস্যসহ আরও ২৬ জন আহত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিশু পিয়াস (২), এ এস আই আলীম (৩৩) ও আফরোজা (৩১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, র্যাবের একটি গাড়ি বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার ফতুল্লা এলাকায় বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বছরের এক শিশুসহ তিনজন নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাবের গাড়িতে প্রায় ৩০ জন সদস্য ছিলেন। সংঘর্ষের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সিএমএইচে পাঠানো হয়েছে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাজেদুল ইসলাম সজল বলেন, ‘র্যাবের গাড়িটি পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটা যাচ্ছিল। এ সময় বিপরীত থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ৩ জন নিহত হন। এ ছাড়াও আহত হন আরও অন্তত ২৬ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’