জোড় ইজতেমায় আরও ২ মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক (গাজীপুর), এবিসিনিউজবিডি, (৩০ নভেম্বর) : গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে চলমান পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার তৃতীয় দিনে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ৫ মুসল্লির মৃত্যু হলো।

মারা যাওয়া দুই মুসল্লি হলেন- সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার আব্দুল জহিরের ছেলে আবুল আসাদ বাদল (৬২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকার মইন উদ্দিন (১০০)।

রবিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, মইন উদ্দিনের ভোর ৪টা ৪৩ মিনিটে টঙ্গী ইজতেমা মাঠেই স্বাভাবিক মৃত্যু হয়। এছাড়া শনিবার রাত সাড়ে ১০টায় শ্বাসকষ্ট হলে আবুল আসাদ বাদলকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

এই জোড় ইজতেমা ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ