গণমাধ্যমকর্মীদের বিধিনিষেধের বেড়াজালে রেখে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (১১ অক্টোবর) : গণমাধ্যমকর্মীদের জন্য বিধিনিষেধের বেড়াজাল রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘বর্তমান কমিশন যদি সত্যিই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায়, তাহলে গণমাধ্যমকর্মীদের বিধিনিষেধের বেড়াজালে না আটকে পর্যাপ্ত স্বাধীনতা দিতে হবে।’

গণমাধ্যমকে চোখ হিসেবে ব্যবহার করতে চাইলে তাকে স্ফটিকস্বচ্ছ হতে দিতে হবে বলেও জোর দেন তিনি।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর ডেইলি স্টার ভবনে ‘গণমাধ্যমের জন্য ইসির নীতিমালা’ বিষয়ক পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে বিজেসি ও আরএফইডি।

নির্বাচন কমিশন (ইসি) প্রণীত গণমাধ্যমকর্মী নীতিমালা প্রত্যাখ্যান করেছেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। তাদের মতে, এ ধরনের নিয়ন্ত্রিত নীতিমালা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। অবিলম্বে এ নীতিমালা সংশোধন না করলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন আরএফইডির নেতারা।

এ সময় বিগত সংসদ নির্বাচনে ভোটারদের একটি বড় অংশকে বাদ দিয়ে নির্বাচন করার দায় শুধু আওয়ামী সরকারের নয়, দেশের জনগণেরও এ দায় আছে বলেও মন্তব্য করেন ড. সাখাওয়াত।

সভায় আলোচকরা বলেন, গত তিনটি নির্বাচনে যে নীতিমালা ছিল, সেটিই এখনো বহাল আছে। প্রস্তাব করা হয় প্রার্থীদের হলফনামা শুরুতেই সাংবাদিকদের কাছে পৌঁছে দেওয়ার। সাংবাদিকরা আক্রমণের শিকার হলে অপরাধীদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ার প্রস্তাবনাও উঠে আসে।

সভায় বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব ইলিয়াস হোসেন, বিবিসি মিডিয়া অ্যাকশনের দেশীয় পরিচালক মো. আল মামুন, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গণি চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ