রিং বা সার্জারি ছাড়াই হার্টের চিকিৎসা

প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ
ডাঃ আইয়াজ আকবার। যিনি প্রিভেন্টিভ কার্ডিওলজিস্ট এবং তিনি ভারতে বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি ইউরোপের সোসাইটি অফ কার্ডিওলজি এবং এসিএএম (আমেরিকান কলেজ অফ অ্যাডভান্সড ঔষধ) এর কনসালট্যান্ট। একাধারে তিনি কিং সৌদি
অ্যারাবিয়ার রাজ পরিবারের এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ব্যাক্তিগত ফিজিসিয়ান।
 
অস্ত্রোপচারের মধ্য দিয়ে রোগীদের যে যন্ত্রণা, তা থেকে মুক্ত করার জন্য তিনি
একটি ভিন্ন ধরণের জাগরণ নিয়ে আসে এবং তিনি নিশ্চিত করেছেন সার্জারি যেন রোগীর ব্যথা এবং আতঙ্কের কারন হয় না ।
 
তাই তিনি গোটা বিশ্বে নিজেকে পরিচিত করেছেন এমন একজন কার্ডিওলজিস্ট হিসেবে, যিনি হার্ট ব্লক এর মত বিষয়টির সমাধান করেন কোন অস্র পাচার বা সার্জারি ছাড়াই। যা সব শ্রেণীর মানুষের কাছে সহজ ও ব্যয়সাধ্য চিকিৎসা সেবাও বটে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ