নার্ভাস ফিল করছেন সানি লিওন

sunny leone সানি লিওনবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সম্প্রতি ল্যাকমি ফ্যাশন উইক সামার রিসোর্ট ২০১৪-তে অংশ নিতে গিয়ে নার্ভাস হয়ে পড়েছিলেন ইন্দো-কানাডিয়ান পর্নস্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওন।

ভারতীয় সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, সানি লিওন নিজেই এ কথা স্বীকার করেছেন। যদিও তাকে দেখতে খুব সুন্দর লাগছিল। এখানে সানি লিওনকে দেখা গেছে র‌্যাম্প মডেল হিসেবে হাঁটতে। র‌্যাম্পে অংশ নেওয়ার সময়ই বেশি নার্ভাস হয়ে পড়েন তিনি। র‌্যাম্পে সানি পরেছিলেন জ্যোৎস্না তেওয়ারির নকশা করা একটি গোলাপী রঙের গাউন।

র‌্যাম্পে অংশ নেওয়া প্রসঙ্গে সানি বলেন ‘আমি র‌্যাম্পে হাঁটার সময় খুবই নার্ভাস ছিলাম। তবে আমি যে গাউনটি পরেছিলাম, তা খুবই আরামদায়ক ছিল। এটি এমন একটি গাউন, যা সবাই পরতে চাইবে। চমৎকার একটি গাউন ছিল সেটি। আমার জন্য এ ধরনের একটি পোশাক বাছাই করার জন্য ডিজাইনার জ্যোৎস্নার কাছে আমি কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ