মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের পরিবর্তে প্রতিরক্ষা শিল্প পার্ক গড়ার সিদ্ধান্ত

চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (২৭ জানুয়ারি) : বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্বে নির্ধারিত ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় প্রতিরক্ষা শিল্প পার্ক (ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। বার্তা সংস্থা বাসস এ খবর জানিয়েছে।

এর আগে সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেজার গভর্নিং বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, মিরসরাইয়ে প্রায় ৮০ একর জমি আগে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে সেই প্রকল্পটি বাতিল হওয়ায় জমিটি নতুন করে প্রতিরক্ষা শিল্প পার্ক হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পার্ক বেজার জাতীয় মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, বৈশ্বিক প্রতিরক্ষা শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং এই খাতে বাংলাদেশ একটি অংশগ্রহণকারী দেশ হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। একই সঙ্গে এই শিল্প পার্কের মাধ্যমে দেশের সামরিক সরঞ্জাম সরবরাহব্যবস্থাকে আরও নিরাপদ করার লক্ষ্য রয়েছে।

সাম্প্রতিক বৈশ্বিক সংঘাতের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, অনেক ক্ষেত্রে আধুনিক যুদ্ধবিমান নয়, বরং গুলি বা ট্যাংকের অ্যাক্সেলের মতো মৌলিক সরঞ্জামের ঘাটতিই বড় সংকট তৈরি করে। তাই এসব সরঞ্জাম দেশেই উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দেন।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সশস্ত্র বাহিনী বিভাগ, বেজা, প্রধান উপদেষ্টার কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে যৌথ আলোচনার ফল হিসেবেই এ প্রস্তাব এসেছে। নীতিগত অনুমোদনের পর জাতীয় অর্থনৈতিক অঞ্চল মাস্টারপ্ল্যানে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক অন্তর্ভুক্ত করার কাজ দ্রুত শুরু হবে।

এদিকে সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বেজা।

এছাড়া একই সভায় কুষ্টিয়া চিনিকলকে একটি পূর্ণাঙ্গ শিল্প পার্কে রূপান্তরের নীতিগত সিদ্ধান্তও নিয়েছে বেজার গভর্নিং বোর্ড।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ