সংসদ নির্বাচন উপলক্ষে শ্রীপুরে বিএনপির নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (২৬ জানুয়ারি) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলার ৭ নং সব্দালপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬ ইং) শ্রীপুর উপজেলার ৭ নং সব্দালপুর ইউনিয়নে মাগুরা–শ্রীপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান-এর পক্ষে এ নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ শুরু হয়। অনুষ্ঠানে নেতৃত্ব দেন ৭ নং সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্ছু।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল হাই পবোন, ৭ নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাকিউল বিল্লাহ, ৭ নং সব্দালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিরুর ইসলাম টুটুল, ৭ নং সব্দালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, হোগলডাঙ্গা ৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ লিখন হোসেন, মাগুরা জেলা যুবদলের সদস্য মোঃ উজ্জ্বল বিশ্বাস এবং শ্রীপুর উপজেলা যুবদলের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য শেখ আবু সাঈদসহ স্থানীয় নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ শেষে আব্দুল হাই পবোন মল্লিক-এর নেতৃত্বে ধানের শীষ প্রতীক নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ৭ নং সব্দালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামের সড়ক প্রদক্ষিণ করে কাজলী বাজারের তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্ছু বলেন, দেশ বাঁচাতে এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আসুন আমরা সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে মাগুরা–শ্রীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কাণ্ডারি আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে বিপুল ভোটে বিজয়ী করি।
শেষে তিনি সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।
মনোয়ারুল হক/
