ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক (কুড়িগ্রাম), এবিসিনিউজবিডি, (২৬ জানুয়ারি) : একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-৪ আসনের রৌমারী উপজেলার সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হলেও ৫৪ বছর পেরিয়ে গেলেও সে আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। এই দেশ একবার-দুইবার নয়, তামাম দুনিয়ায় দুর্নীতিতে পাঁচবার শীর্ষে উঠে এসেছে। যারা এতদিন দেশ পরিচালনা করেছে, তাদের শাসনে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। তাদের আমলেই দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া তৈরি হয়েছে এবং বিদেশি শক্তির তাবেদারি করা হয়েছে।’

পীর সাহেব চরমোনাই বলেন, ‘২০২৫ সালের ৫ আগস্ট এদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর দেশ গঠনের একটি সুযোগ তৈরি হয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে ইসলামের পক্ষে একটি আলাদা বাক্স দেওয়ার দাবি আমরা জানিয়েছিলাম। কিন্তু সেই পরিবেশ তৈরি হওয়ার পর একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেয়। এরপর তারা আবার প্রচলিত সেই পুরোনো ব্যবস্থার কথাই বলছে। অথচ যদি প্রচলিত নিয়মেই দেশ সুন্দর হতো, তাহলে ৫৪ বছরে কেন তা হয়নি?’

ইসলামী আন্দোলনের আমীর বলেন, ‘ইসলাম, দেশ ও দেশের মানুষের স্বার্থে আমরা একসাথে পথচলা শুরু করেছিলাম। কিন্তু সেই স্বার্থ যখন বিলীন হয়ে গেল, তখন আমরা একা হয়ে গেলাম। তবে আমরা একা নই-আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন।’

জনসভায় কুড়িগ্রাম-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান হাফিজসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ