আবারও রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৬ জানুয়ারি) : এক বিজ্ঞপ্তিতে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়েছে সংগঠনটি।

সোমবার (২৬ জানুয়ারি) থেকে নতুন ঘোষিত এই দামে বিক্রি হবে স্বর্ণ। এর আগে রবিবার রাতে এক বিজ্ঞপ্তিতিতে এ খবর জানায় বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে খাটি স্বর্ণের দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ পাওয়া যাবে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকায়। যা এখনও পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ দাম।

২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা এবং সনাতনপদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যই সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি কমবেশি হতে পারে।

স্বর্ণের সঙ্গে বেড়েছে রুপার দামও। প্রতি ভরিতে ৩৫০ টাকা বেড়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারিত হয়েছে ৭ হাজার ২৩২ টাকা; যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম।

২১ ক্যারেট ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতনপদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৩২ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৭ বার দাম বাড়ানো হয়েছে; কমানো হয়েছে তিন বার।

২০২৫ সালে দেশের বাজারে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল তিন বার।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ