আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে মাগুরায় শোক র্যালি ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (২৪ জানুয়ারি) : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের পুত্র ও বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো-এর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাগুরায় শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় মাগুরা শহরের ভায়না মোড়ে অবস্থিত আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব, মাগুরা।
কর্মসূচির শুরুতে ক্লাব কার্যালয় থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি ভায়না মোড় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ মাহাবুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনের ধানের শিষ মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
বক্তারা আরাফাত রহমান কোকোর ক্রীড়াঙ্গনে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মনোয়ারুল হক/
