পাঞ্জাবে জানাজায় যাওয়ার পথে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৭ জানুয়ারি) : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধায় জানাজায় যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে ট্রাক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা।

শনিবার (১৭ জানুয়ারি) কোট মোমিন শহরের এলাকায় ঘন কুয়াশার কারণে রাস্তায় দৃশ্যমানতা কমে যাওয়ায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।

রেসকিউ ১১২২ কর্মকর্তারা জানান, ঘটনার সময় ঘালাপুর বাংলা খালে ট্রাকটি পড়ে যায়, যা শুকনো ছিল।

ট্রাকটিতে ২৩ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে সাতজন গাড়ির নিচে চাপাপড়ে ঘটনাস্থলেই মারা যান। জরুরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। নিহত এবং আহতদের মরদেহ উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে স্থানান্তর করা হয়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন মারা যান।

নিহতদের মধ্যে ছয়টি শিশু এবং পাঁচজন নারী রয়েছেন।

পুরো পাঞ্জাব প্রদেশ বর্তমানে ঘন কুয়াশায় ঢাকা। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় শীতের সকালে এবং রাতে এই এলাকায় গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে। মোটর চালকদের এই ধরনের দুর্ঘটনা এড়াতে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতিতে গতি কমাতে এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। সূত্র: জিও টিভি

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ