গণভোট নিয়ে সমালোচনাকারীদের জানার পরিধি কম: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক (ব্রাহ্মণবাড়িয়া), এবিসিনিউজবিডি, (১৬ জানুয়ারি) : গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের জানার পরিধি কম, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) শফিকুল আলম।
শুক্রবার (১৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, ‘পুরো পৃথিবীতেই সরকার গণভোটে অবস্থান নেয়। কখনো হ্যাঁ-এর পক্ষে, কখনো না-এর পক্ষে। এটি নতুন কিছু নয়।’
তিনি বলেন, দেশের অপশাসন দূর করতে সংস্কার প্রয়োজন। ‘শেখ হাসিনার মতো কেউ যেন আর দৈত্য-দানবে পরিণত হতে না পারে, সে জন্যই আমরা হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছি।’
প্রেস সচিব আরও বলেন, ‘চুরি বন্ধ করতে হলে হ্যাঁ ভোট দিতে হবে। বিগত সরকার ব্যাংকের টাকা চুরি করে চেটে-চুটে খেয়ে গেছে। এখন সেই ক্ষতির দায় বর্তমান সরকারের ওপর এসে পড়েছে।’
শুক্রবার বেলা ১১টার দিকে শফিকুল আলম আখাউড়ায় পৌঁছান। পরে তিনি শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.)-এর মাজার শরীফ জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু ও পৌর যুবদলের ২ নম্বর ওয়ার্ড সভাপতি সোহেল খান খাদেমসহ স্থানীয় নেতারা।
নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘নির্বাচন খুব ভালোভাবে হবে। গতকাল কেবিনেট বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তা প্রস্তুতির কথা জানিয়েছেন। এবার ফ্রি, ফেয়ার ও পিসফুল উৎসবমুখর নির্বাচন হবে।’
তিনি জানান, রিটার্নিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা নিয়োগসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংস্কারের বিষয়টি প্যাকেজ আকারে হ্যাঁ ভোটে এসেছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনসংক্রান্ত আশঙ্কার বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘তার আশঙ্কা অমূলক। আমরা আমাদের কাজের মাধ্যমেই তা প্রমাণ করব। এই সরকারের কারও প্রতি কোনো পক্ষপাত নেই।’
যমুনায় তারেক রহমানের পরিবার যাওয়ার বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ পারিবারিক সৌজন্য সাক্ষাৎ। এখানে কোনো ডিনার হয়নি। অফিসিয়াল পর্যায়ের কেউ এতে যুক্ত ছিলেন না।’
মনোয়ারুল হক/
