আ. লীগের মধ্যে অনুতপ্তের লক্ষণ নেই: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক (ব্রাহ্মণবাড়িয়া), এবিসিনিউজবিডি, (১৬ জানুয়ারি) : আওয়ামী লীগের মধ্যে অনুতপ্তের লক্ষণ নেই, তাদেরকে বাংলাদেশের সোসাইটিতে কেউ জায়গা দেবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদোষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, রিকনসিলিয়েশন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আওয়ামী লীগের তরফ থেকে কোনো সরি বলতে শুনেছেন? গতকাল আওয়ামী লীগের একজন মন্ত্রী এক ধরনের মোকারি করছিলেন। শহিদের রক্ত নিয়ে ওনারা মোকারি করেন। তাদের মধ্যে কোনো ধরনের অনুতপ্তের লক্ষণ আমরা দেখি না। তাদেরকে বাংলাদেশের সোসাইটিতে কে জায়গা দেবে? খুনীদেরকে কেউ জায়গা দেয়? খুনীদের জায়গা জেলখানায়।

গণভোট প্রসঙ্গে প্রেস সচিব বলেন, গণভোটে মানুষ হ্যাঁ ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রেড কার্ড দেখাবেন। রেড কার্ড দেখাবেন ১৬ বছর যে গুম-খুনের রাজনীতি হচ্ছিল তার বিরুদ্ধে। তারা হ্যাঁ ভোট দিচ্ছেন সুশাসনের জন্য।

প্রেস সচিব আরও বলেন, এ বছর যে নির্বাচন হচ্ছে-এরকম শান্তিপূর্ণ নির্বাচন খুব কম হয়েছে। আগের নির্বাচনগুলোতে বিরোধীদেরকে কাছেই ভিড়তে দেওয়া হয়নি। বিরোধী দলের নেতারা যে শহরে ছিল সেখান থেকে তাদেরকে অন্য শহরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, জেলে দেওয়া হয়েছিল। এ নির্বাচন খুবই অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ