পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মাঝে রাখা উদ্দেশ্যমূলক: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৪ জানুয়ারি) : ভোটারদের বিভ্রান্ত করতে উদ্দেশ্যমূলকভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মাঝে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় নির্বাচন যেন পক্ষপাতমূলক না হয় এজন্য কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই অভিযোগ করেন।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি বলেন, ‘নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য কিছু প্রার্থী নির্বাচন কমিশনের বিধিমালা অমান্য করে উসকানিমূলক কথাবার্তা বলছে। কেউ মবোক্রেসি করার চেষ্টা করলে, তার দায় তাকেই নিতে হবে।’

এ সময় দলের নেতা-কর্মীদের কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের নেতা-কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্ত। তাই আমরা কোনো উস্কানিতে পা দিব না। তবে নির্বাচন কমিশনারকে আহ্বান জানাই তারা যেন এসব বিষয় খেয়াল রাখেন।

নির্বাচনি এলাকার ভোটারদের উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, যেকোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা ও কাজকর্ম থেকে বিরত থাকতে হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ