অনেক উচ্চাভিলাষী সংস্কার হয়েছে, হজম করা কঠিন হবে: পরিকল্পনা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১ ডিসেম্বর) : তিনটি অনুসন্ধানী কূপ নির্মাণসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৭টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প ১২টি এবং সংশোধিত প্রকল্প ৫টি। এসব প্রকল্পে মোট খরচ ধরা হয়েছে ১৫ হাজার ৩৮৪ কোটি টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ৯ হাজার ৪৫২ কোটি টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬১০ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।

সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপার্সন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ। এ সময় তিনি বলেন, আমরা অনেক অধ্যাদেশ জারি করেছি। অনেক বেশি উচ্চাভিলাষী সংস্কারও করেছি। নির্বাচিত সরকারের পক্ষে এসব হজম করা কঠিন হয়ে যাবে।

সভায় অনুমোদিত ১৭টি প্রকল্প হলো—

কৃষি মন্ত্রণালয়ের ২টি প্রকল্প:

চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প; মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ (২য় সংশোধিত) প্রকল্প।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ২টি প্রকল্প:

৩টি অনুসন্ধান কূপ (শ্রীকাইল ডিপ-১, মোবারকপুর ডিপ-১ ও ফেঞ্চুগঞ্জ সাউথ-১) খনন প্রকল্প; সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প:

ঢাকার মিরপুর ৯ নম্বর সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২০২৪ এ কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের লক্ষ্যে ১ হাজার ৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২০২৪-এ শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্ত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প; বাংলাদেশ সচিবালয়, পরিবহন পুল, মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট ও সচিব নিবাসের অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণে বিদ্যমান বৈদ্যুতিক-যান্ত্রিক ও অগ্নিসরঞ্জামাদির আধুনিকায়ন প্রকল্প।

সেতু মন্ত্রণালয়ের ২টি প্রকল্প:

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প (লাইন-৬) (৩য় সংশোধিত); সিরাজগঞ্জ সড়ক বিভাগাধীন সিরাজগঞ্জ–রায়গঞ্জ (চান্দাইকোনা) (জেড-৫০৪২) জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১টি প্রকল্প:

নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প:

অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র (২য় সংশোধন) প্রকল্প।

অর্থ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প:

জাপান হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট স্কলারশিপ প্রজেক্ট (দ্বিতীয় ফেজ)।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ১টি প্রকল্প:

ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন (১ম সংশোধন) প্রকল্প।

শিক্ষা মন্ত্রণালয়ের ১টি প্রকল্প:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ও কেন্দ্রীয় গবেষণাগার (১০ তলা ভিতের ওপর ১০ তলা) ও অন্যান্য ভবন নির্মাণকাজ সমাপ্তকরণ প্রকল্প।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প:

ক্লাইমেট রেসপনসিভ রিপ্রডাক্টিভ হেলথ অ্যান্ড পপুলেশন সার্ভিসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড সিস্টেম স্ট্রেংথেনিং প্রজেক্ট ফর রেজাল্ট; এসেনশিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার, মুন্সিগঞ্জ (প্রথম সংশোধন) প্রকল্প; স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের অত্যাবশ্যকীয় কার্যক্রম বাস্তবায়ন প্রকল্প।

এ ছাড়া পরিকল্পনা উপদেষ্টা ৫০ কোটি টাকার কম হওয়ায় আগে অনুমোদন দেওয়া ১৫টি প্রকল্প একনেক সভায় অবহিত করার জন্য উপস্থাপন করা হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ