সিরিয়ায় আইএসের ১৫টি অস্ত্রের গুদাম ধ্বংস করল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১ ডিসেম্বর) : সিরিয়ার দক্ষিণাঞ্চলে আন্তর্জাতিক ইসলামি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর ১৫টি অস্ত্রাগার ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র ও সিরিয়ার যৌথ বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকোম গত শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।
সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, “গত ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সিরিয়ার দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের ১৫টি অস্ত্রাগার ধ্বংস করেছে মার্কিন-সিরীয় যৌথ বাহিনী। বেশ কয়েকটি বিমান হামলা এবং স্থল বিস্ফোরণের সময়” রিফ দিমাশক প্রদেশ জুড়ে কথিত আইএসআইএস অস্ত্র মজুদ স্থাপনা সনাক্ত এবং নির্মূল করতে বাহিনীগুলি সহযোগিতা করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “এই সফল অভিযান নিশ্চিত করে যে আইসিসের বিরুদ্ধে অর্জিত সাফল্য স্থায়ী হবে এবং এই গোষ্ঠীটি সন্ত্রাসী হামলা পুনরুত্পাদন বা রপ্তানি করতে সক্ষম হবে না।”
এ অভিযানে ১৩০টিরও বেশি মর্টার ও রকেট এবং অজস্র অ্যাসল্ট রাইফেল, মেশিনগান, অ্যান্টি-ট্যাংক মাইন, ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস তৈরির উপকরণ এবং অবৈধ পদার্থ ধ্বংস করা হয়েছে।
সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালে ২০১৩ উত্থান ঘটে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের। উত্থানের মাত্র এক বছরের মধ্যে দক্ষিণ সিরিয়া এবং ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে রাষ্ট্র স্থাপন করে কট্টরপন্থি এই ইসলামিগোষ্ঠী। আইএসের হামলায় সিরিয়া, ইরাক এবং বিশ্বের বিভিন্ন দেশের শত শত মানুষ নিহত হয়েছেন।
এই গোষ্ঠীকে সমূলে ধ্বংস করতে ২০১৫ সাল থেকে সিরিয়া-ইরাকে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। পরে এতে যোগ দেয় রাশিয়াও। তবে রুশ বাহিনীর অভিযান সিরিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল।
টানা কয়েক বছরের অভিযানের জেরে কার্যত কোমর ভেঙে গেছে আইএসের। যে বিস্তীর্ণ এলাকা আইএস দখল করেছিল, তার মাত্র ৫ ভাগের একাংশ কোনো রকমে টিকিয়ে রাখতে পেরেছে এই গোষ্ঠীটি।
২০২৪ সালে এক অভ্যুত্থানে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটেছে। নতুন প্রেসিডেন্ট হয়েছেন আহমেদ আল শারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে সম্প্রতি হোয়াইট হাউসে গিয়েছিলেন তিনি। সেই সাক্ষাতে ট্রাম্প জানান, অভ্যুত্থান পরবর্তী সিরিয়ায় আহমদ আল শারা-এর নেতৃত্বাধীন সরকারকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, চলতি বছরের ডিসেম্বরে, সিরিয়া আনুষ্ঠানিকভাবে আইএসআইএসকে পরাজিত করার জন্য আন্তর্জাতিক জোটে যোগ দেয়, এর ৯০তম অংশীদার হয়ে ওঠে। এর একদিন পর প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ওয়াশিংটনে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সহ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করেন, যেখানে তারা দামেস্ককে আইএসআইএস-বিরোধী প্রচেষ্টায় যোগদানের আহ্বান জানান।
মনোয়ারুল হক/
